ভবঘুরেকথা
সিরাজ শাহ্'র আস্তানা

সুলতানুল আউলিয়া আবদুল কাদের জিলানী (রা) এর ওরশ মোবারক
৪ ও ৫ ফেব্রুয়ারি

স্থান:
কাদরিয়া ভাণ্ডার ‘সিরাজ শাহ্’র আস্তানা’
পুরান বন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

:অনুষ্ঠানসূচি:

৩ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ
(ওরশের আগের দিন) সোমবার

পালাগান পরিবেশন করবেন
বাউল গানের শিল্পীরা
শাহ্ আলম সরকার ও বড় আবুল সরকার (ফতুল্লা)

৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ
(ওরশের দিন) মঙ্গলবার
নিশান উত্তোলন
সকাল ৯:৩০ মিনিট

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাওয়ালী
পরিবেশনায়: মো: আশিক কাওয়াল

দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কাওয়ালী
পরিবেশনায়: হাজী মো: নাদিম কাওয়াল

রাত ৯টা থেকে পালাগান
পরিবেশনায়: মুক্তা সরকার ও শিউলী দেওয়ান

৫ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ
(ওরশের দ্বিতীয় দিন) বুধবার
নেওয়াজ বিতরণ
বাদ জোহর

সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত কাওয়ালী
পরিবেশনায়: নূরুল ইসলাম

রাত ৯টা থেকে পালাগান
পরিবেশনায়: কাজল দেওয়ান ও ছোট আবুল (মানিকগঞ্জ)

এ উপলক্ষ্যে ফাতেহা শরীফ, জিকির আসকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে নবী দয়াময় ও আউলিয়া কেরামগণের রূহ্ পাকে সওয়াব রেসানী হবে। উক্ত ওরশ মোবারকে হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রা) এর আশেকান, কাদরিয়া ভান্ডারের মুরিদান ও সকল তরীকতপন্থী ভক্তসহ সকলেই শরীক হয়ে অশেষ সওয়াব হাসিল করুন।

পীর কেবলা আলহাজ্ব সৈয়্যদ্ খাজা শাহ্ মোহাম্মদ শামীম শাহ্ আল্-কাদরী ওয়াল চিশতী

যাতায়াত:
নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ড থেকে শীতলক্ষ্যা নদীর ১নং খেয়াঘাট পার হয়ে রিকশায় পুরান বন্দর। সেখান থেকে সিরাজ শাহ্ আস্তানা। অথবা চিটাগাং রোড ধরে মদনপুর হয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে সিরাজ শাহ্ আস্তানা।

সার্বিক তত্ত্বাবধানে:
পীর সৈয়্যদ্ খাজা শাহ্ মোহাম্মদ ইফতি শাহ্ আল্-কাদরী ওয়াল চিশতী
পীর সৈয়্যদ্ খাজা শাহ্ মোহাম্মদ মারুফ শাহ্ আল্-কাদরী ওয়াল চিশতী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!