ভবঘুরেকথা

শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া-রে।
এ চার পরাণ যাক না বাহির হইয়া।।

জলে কি বাতাসে গেলাম
শান্তি অন্বেষিয়া-রে দ্বিগুণ ওঠেরে জ্বলিয়া
কোথা যেয়ে প্রাণ জুড়াবে, আমায় কে দিবে বলিয়া-রে।।

(ও সখিরে) মরিব মরিব সখী যমুনায় ডুবিয়া-রে
গলে কলসী বাঁধিয়া, তোরা যদি পারিস কেহ
দেখা শ্রীকৃষ্ণ আনিয়া-রে।।

(ও সখিরে) ছেড়ে গেছে প্রাণের কৃষ্ণ
অকূলে ফেলিয়া-রে, আমায় পাগল করিয়া
একলা ঘরে আছি বসে, অস্থি চর্ম লইয়া-রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!