ভবঘুরেকথা
কাঙাল হরিনাথ

অনন্ত রূপের সিন্ধু উঠলি উঠিল গো।
কিবা ভুবনমোহন, রূপের তরঙ্গে ভুবন ভুলাল গো।
হৃদে ছিল রূপবিন্দু ক্রমে সিন্ধু হ’ল গো ;
আহা নয়নে পশিয়ে, ধরণী ভাসায় হিমগিরি
ডুবিল গো।।

রূপের তরঙ্গে আবার ভুবন ছাইল গো ;
আহা বিমল বাতাসে আকাশে আকাশে,
সে তরঙ্গ ছুটিল গো।।

ভনু শশী সৌদামিনী সে রূপে ভাসিল গো ;
সংখ্যাশূণ্য তারাদলে রূপস্রোতঃ চলে, রূপমদে
পাতাল গো।।

অনন্ত এ রূপসিন্ধু, নাহি ইহার কূল গো।
রূপে সন্তরণ দিয়ে কূল নাহি পেয়ে
মাতিয়ে রহিল গো।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!