ভবঘুরেকথা
গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য নিমাই বৈষ্ণব

জ্ঞানেন লভতে মোক্ষং জ্ঞানেন পাপনাশনম্।
জ্ঞানাৎ পবিত্র সর্ব্বঞ্চ জ্ঞাননৈব পবিত্রকম।।
জ্ঞানঞ্চ দ্বিবিধষ্ণৈব ভেদাভেদ বিভেদত:।
ভেদজ্ঞানাং বহুবিধং সৃষ্টি সংহার কারকম।।
অভেদ্যদ্বৈতকং জ্ঞানং পাপপুণাং বিবর্জিতম্।
ভেদ-জ্ঞানেন বৎকার্য্যং পুণ্য পাপং যুগে যুগে।।

(তথাহি শ্রীহরিভক্তিবিলাসে)

শ্রীগুরু বৈষ্ণব পাদ-পদ্মেতে বন্দিয়া।
আত্মাজ্ঞান কথা কিছু কহি বিবরিয়া।
প্রথম খণ্ডেতে বর্ণিয়াছি ভ্রমজ্ঞান।
দ্বিতীয় কর্ম্মফলের আখ্যান।
এবে কহি আত্মজ্ঞান তৃতীয় খণ্ডেতে।
শুন শুন সর্বজন একান্ত মনেতে।।
বালাকাল চলি গেল খেলা হাস্যরসে।
যুবাকাল চলি গেল সরস হরষে।।
এবে বৃদ্ধকাল মোর হল সমাগত।
পাইতে পরমপদ মনেতে বাঞ্ছিত।।
সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ লৈয়া।
আত্মজ্ঞান কথা কিছু কহি বিরচিয়া।
আত্মজ্ঞান লভিবারে মুখ্য ব্রহ্ম-জ্ঞান।
ব্রহ্মজ্ঞানে ব্রহ্ম অগ্নি করি প্রজ্জলন।।
তাতে কর্মফল ভস্ম করি সুনিশ্চিত।
পাপ পূণ্য ত্রিতাপাদি কর দূরিভুত।।
দেহ পরিশুদ্ধ হবে হৈলে আত্মজ্ঞান।
কারে বলে শুন পাপ পূণ্য সে আখ্যান।।
তত্ত্বজ্ঞান বলি যাহা জ্ঞানী লোকে কয়।
তত্ত্ব ও চৈতন্য সমতুল্য হয়।।
শতেক বৎসর যদি কৃষ্ণ সেবা করে।
আত্মজ্ঞান বিনা সেই বৃথা শ্রমে মরে।।
আত্মজ্ঞান বিনা জীবন্মুক্তি নহে ভবে।
মুক্ত দেহ বিনা সাধন বিফল হইবে।।
কাহারে সাধন কব, কেবা সাধন করে।
তত্ত্ব না জানিয়া কেন বৃথা শ্রমে মরে।
আত্মজ্ঞানে প্রহ্লাদের কৃষ্ণপ্রাপ্তি হয়।
অম্বরীষ বিভীষণ ধ্রুব জ্ঞানোদয়।।
আত্মজ্ঞান লভি নারদ কৃষ্ণগুণ গায়।
আত্মজ্ঞান বিনা কেহ কৃষ্ণ নাহি পায়।।
আত্মজ্ঞান বিনা শুদ্ধ ভক্তি না জন্মিবে।
ভক্তি ভিন্ন কৃষ্ণপ্রাপ্তি কেমনে হইবে।।
ভক্তিই পরম কর্ম্ম ভক্তিই আসল।
ভক্তি বিবর্জিত কর্ম্ম সকলি নিষ্ফল।।
হেন ভক্তি লাভ হবে আত্মজ্ঞান হলে।
দেহ মন শুদ্ধিলাভ হইবে তৎকালে।।

জ্ঞানয়ে লভতে ভক্তি, ভক্তি -প্রেম প্রদায়িনীং।
বিনা প্রেমে মহেশামী নৈব সিদ্ধ: বরাননে।।

(তথাহি জীবন্মুক্তি গীতায়াং)

শ্রীকৃষ্ণ শরীর রয় নিত্য শুদ্ধ সাজে।
নিত্যরসে নিত্যধামে সতত বিরাজে।।
কর্ম্মবদ্ধ দেহ নিত্য থাকয়ে অশুদ্ধ।
অপবিত্র দেহে ভজনা না হইবে সিদ্ধ।।
মহামাসে শ্রীকৃষ্ণ বলেছে গোপীগণে।
মৎভক্ত সর্ব্বদা শুচি শুন বিবরণে।।
রান প্রায়শ্চিত্ত দ্বারা নহে শুচি নিত্য।
আহ্মজ্ঞান বিনা কভু নহে শুদ্ধচিত্ত।।
আত্মজ্ঞানহীন নরপশুসম হয়।
শাস্ত্রের বচন ইহা জানিহ নিশ্চয়।।
শ্রীকৃষ্ণ চরণ বন্দি আত্মজ্ঞান তরে।
দয়া করি আত্মজ্ঞান দাও অধমেরে।
গলেতে বসন বাধি কহে শ্রীচরণ।
আত্মজ্ঞান বিনা যে না হয় মরণ।।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!