ভবঘুরেকথা
রমেশ শীল

আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া, সইলো
আমি মরলে পোড়াইসনে তোরা
বন্ধু যে দিন ছেড়ে গেছে
সে দিন পোড়া দিয়ে গেছে
সেই পোড়াতে হয়েছি অঙ্গিরা
আমি মরলে পোড়াইসনে তোরা

সইলো সই, বনের আগুন সবাই দেখে
মনের আগুন কেউনা দেখে গো
সে আগুনে আমি মরলাম পুইড়া
জ্বইল্যা পুড়ে হইলাম ছাই
আগুনের আর অন্ত নাই
পোড়া ছাই যায় কি কখন পোড়া
আমি মরলে পোড়াইসনে তোরা

শূন বলি ও প্রান সখী ,পুড়িবারকি আছে বাকী
পোড়া জিনিষ কি পোড়াইবি তোরা
সইলো, আমি মরলে পোড়াইসনে তোরা

সইলো, আমি মরলে এই করিও
না ভাসাইয়ো, না পোড়াইয়
তমাল গাছে বাইন্ধা রাখিস আমার প্রেমের মরা
আমি মরলে পোড়াইসনে তোরা

বন্ধু যদি আইসে কাছে,কইও আমার বন্ধুয়াকে
তমাল গাছে বান্ধা আছে তোমার প্রেমের মরা

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • safiqul islam , বুধবার ২৮ অক্টোবর ২০২০ @ ৮:৪৭ পূর্বাহ্ণ

    I like thease songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!