ভবঘুরেকথা
শাহ্ আব্দুল করিম

এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।।
জাতি কুল যৌবন গিয়াছে
প্রাণ যাইবে তার কাছে গো।।

কালার সঙ্গে প্রেম করিয়া
কাল-নাগে দংশিছে,
ঝাইড়া বিষ নামাইতে পারে
এমননি কেউ আছে গো।।

পিরিত পিরিত সবাই বলে
পিরিত যে কইরাছে,
পিরিত কইরা কতজনা
জইলা-পুইড়া গেছে গো।।

আগুনের তুলনা হয় না
প্রেমাগুনের কাছে,
নেভাইলে নেভেনা আগুন
কি কইরা প্রাণ বাঁচে গো?

বলে বলুক লোকে মন্দ
কুলের ভয় কি আছে?
আব্দুল করিম জিতে-মরা
বন্ধু পাইলে বাঁচে গো।।

………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!