ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

এ ভবতরঙ্গ কিসে পার হবি
মন জানলি না,
গুরুর চরণ না করিলে শরণ
পারে যাওয়া তোর হবে না।।

সেই যে নদীর উল্টো তালা
সাবধানে করিও খোলামেলা
চাবি যেন হারাও না;
চাবি হারালে পরে পড়বি ফেরে
পারে যাওয়া হবে না।।

ওই যে নদীর তিনটা ধারা
কত ধনীর ভারা যাচ্ছে মারা
সচেতনের ভারা যায় না মারা;
একবার রাধা বলে বাদাম তুলে
উজান কেন ধর না।।

ঐ না সাধের জীর্ণ তরী
কেমনে করে দেব ভবপাড়ি
ভাবি সেই ভাবনা;
লালন বলে তাই যার মনেতে নাই
তার পাড়ি বুঝি জমে না।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!