ভবঘুরেকথা

(মহাসরস্বতী)
মায়ের আমার রূপ দেখে যা
মা যে আমার কেবল জ্যোতি।
(মা-র)
কোশিকীরূপ দেখ রে চেয়ে
মা, শুদ্ধা মহাসরস্বতী॥
পরম শুভ্র জ্যোতির্ধারায়
নিখিল বিশ্ব যায় ডুবে যায়।
কোটি শ্বেত-শতদলে
বিরাজে মা বেদবতী॥

সপ্তস্বর্গ সপ্তপাতাল শুদ্ধ হয়ে উঠল নেয়ে
সাত্ত্বিকী মোর জগন্মাতার জ্যোতিঃসুধার প্রসাদ পেয়ে।
নৃত্যময়ী শব্দময়ী কালী
এল শান্তি-কল্যাণ-দীপ জ্বালি।
দেখ রে
পরমাত্মায় সব
জননী সে জ্যোতিষ্মতী॥

[ইহার পরে দেবীর অংশরূপে আবির্ভূতা হন সতী ও উমা।]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!