ভবঘুরেকথা
মাওলানা রুমি

মাওলানা রুমির বাণী: এক

১.
হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয়।

২.
আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়।

৩.
প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই।

৫.
যা তোমাকে পরিশুদ্ধ করে, সেটিই সঠিক পথ!

৬.
শুধু তৃষ্ণার্ত পানি খুঁজে না, পানিও তৃষ্ণার্তকে খোঁজে।

৭.
বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।

৮.
ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কীভাবে?

৯.
প্রতিটা আত্মাই সোনা হয়ে যায়, যখন প্রিয়তমার স্পর্শ পায়।

১০.
আপন মনকে শান্ত করো, দেখবে আত্মা নিজেই কথা বলছে।

১১.
সুরের মাধ্যমেই অন্তরের লুকায়িত রহস্যগুলো প্রকাশিত হয়।

১২.
তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।

১৩.
তোমার চালাকি বিক্রি করে মুগ্ধতা ক্রয় করে এনো, লাভবান হবে।

১৪.
যে কখনো বাড়ি ছাড়েনি, তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না।

১৫.
যে সৌন্দর্য তুমি আমার মাঝে দেখতে পাও, তা তোমারি প্রতিচ্ছবি।

১৬.
পীরের নিকট হইতে মুখ ফিরিওনা, সেজদা কর নৈকট্য অর্জন কর।

১৭.
গলে যাওয়া বরফের মতো হও, নিজেকে দিয়ে নিজেকে ধুইয়ে দাও।

১৮.
একটি চেতনাপ্রাপ্ত শুদ্ধ মন (জাগ্রত রূহ) হাজার কাবা থেকে শ্রেষ্ঠতর।

১৯.
এটা তোমার আলোই, তোমার আলোই এই জগতকে আলোকিত করে।

২০.
যে হৃদয় ভরপুর প্রেমের আগুনে তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে।

২১.
নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো। তাহলে পৃথিবীটাও হবে নতুন।

২২.
এতদূর তোমাকে নিয়ে এসেছেন যিনি, আরও সামনে নিয়ে যাবেন তিনিই।

২৩.
সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়।

২৪.
তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

২৫.
প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।

২৬.
যে মুর্শিদকে খোদারূপে দেখে নাই সে মুরিদ নয়, সে মুরিদ নয়, সে মুরিদ নয়।

২৭.
প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে।

২৮.
তোমার হৃদয়টাকে ততক্ষণ পর্যন্ত ভাঙ্গতে থাকো যতক্ষণ পর্যন্ত তা না খুলে যায়।

২৯.
শোক করো না। তুমি যাই হারাও না কেনো তা অন্য কোনো রূপে ফিরে আসবে।

৩০.
তুমি কি, তোমার আত্মার? তবে তোমার মনের খাঁচা (আমিত্ব) থেকে অবমুক্ত হও।

………………………
আরো পড়ুন:
মাওলানা রুমির বাণী: এক
মাওলানা রুমির বাণী: দুই
মাওলানা রুমির বাণী: তিন
মাওলানা রুমির বাণী: চার
মাওলানা রুমির বাণী: প্রসঙ্গ প্রেম

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!