ভবঘুরেকথা
কাজী নজরুল ইসলাম

(মহালক্ষ্মী)
হ্রীঙ্কাররূপিণী মহালক্ষ্মী
নমো অনন্ত কল্যাণদাত্রী।
পরমেশ্বরী মহিষমর্দিনী চরাচর-বিশ্ববিধাত্রী॥

সর্বদেব-দেবী-তেজোময়ী
অশিব-অকল্যাণ-অসুরজয়ী,
সহস্রভুজা ভীতজনতারিণী জননী জগৎ-ধাত্রী॥

দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও
দলন করো মা লোভ-দানবে।
রূপদাও, জয় দাও, যশ দাও, মান দাও,
দেবতা করো ভীরু মানবে।
শক্তি বিভব দাও, দাও মা আলোক,
দুঃখ দারিদ্র্য অপগত হোক,
জীবে জীবে হিংসা এই সংশয় দূর হোক
পোহাক এ দুর্যোগ রাত্রি॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!