ভবঘুরেকথা

আঘাত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে ॥

সুখের বাধা ভেঙে ফেলে
তবে আমার প্রাণে এলে-
বারে বারে মরার মুখে
অনেক দুখে নিলেম চিনে॥

তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।

বাটের মাঝে, হাটের মাঝে,
কোথাও আমায় ছাড়লে না-যে-
যখন আমার সব বিকালো
তখন আমায় নিলে কিনে ॥

…………………
রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!