ভবঘুরেকথা
পাগলা কানাই

আমার দেহ-জমি আবাদ হইল না,
গুরুর বীজ বুনতে পারলাম না-
ও বীজ বুনতে পারলে হোত কামরাঙ্গা ফল,
-পুষ্ট হ’ত দানা
গুরুকে নিবাদের প্রসাদ, ভাই, তাই আমার ভাগ্যেতে হল না।
চিরদিন ক্ষেতে মইলাম খেটে,
বেজোতে লাঙ্গল জোঙ্গাল নিয়ে গেলাম স্বর্ণধামের মাঠে।
পাগলা কানাই কাচি পাহাল ভাই,
-বীজের দাম দিতে জীবন ফাটে।
ও চাষার প্রেম ভাঙ্গলে না লয় জোড়া,
ও গুরুর প্রেমের এ অঞ্চল হামেরা
আজে জানতে পারলে দিতাম ক্ষেতে
জ্ঞান পেরেকের বেড়া;
গুরুকে না দিয়ে বস্তু ভাই,
খাইতাম সেই গোপন রসের-পেড়া।
::দেহতত্ত্ব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!