আসিয়া সংসারে ভুলেছি তোমারে
দিন গেল মোর ভাবিয়া-(আসিয়া সংসারে)
কেবা আমি কেবা তুমি কেবা কর্তা ও কর্ম
কেবা ভালো মন্দ বা কে ধর্ম অধর্ম
কেবা করায় করি এ ছল চাতুরী
উঠুতে না পারি আর বুঝিয়া।।
অনিত্য জানিয়ে আমিত্ব ভুলিয়ে
মত্ত রলেম হায় কী তত্ত্ব ভুলিয়ে
আমার আমার করে জনমেরই তরে
সকলই দিয়াছি লুটাইয়া।।
কেহ সিংহাসনে আর কেহ বা গাছতলায়
কেহ তৃণাসনে কেহ খাটেতে ঘুমায়,
কেহ ভিক্ষা করে ফিরে দ্বারে দ্বারে
কত রঙ্গে দিলে তুই সাজাইয়া।।
কত নাম ধরে তোমায় কতজনে ডাকে
ভক্তিপূর্ণ হলে পরে দেখা দেও তাকে,
আমি অধম অঞ্জান নাহি ভক্তি ঞ্জান
জালাল উদ্দিন কয় কাঁদিয়া।।