রুমির মসনবী: অনুবাদের অপচেষ্টা-৩
-মূর্শেদূল মেরাজ ফকির লালন সাঁইজি বলেছেন- ‘যে করে কালার চরণের আশা, জানো নারে মন তার কী দুর্দশা’। আসলেই তাই। যেজন…
রুমির মসনবীকে একটু একটু করে কি সহজ ভাষায় অনুবাদের চেষ্টা করা যায় না? আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষের পক্ষে এ কাজ রীতি মতো গর্হিত অপরাধের মধ্যে পরে; তা আমি নিজেই বুঝি। তারপরও রুমির মসনবীকে আরেকটু সহজ ভাষায় না প্রকাশ করে যেন স্বস্তি পাচ্ছি না কিছুতেই।