ভবঘুরেকথা

ওই শুনি যেন চরণধ্বনি রে,
শুনি আপন-মনে।
বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥

পাবার আগে কিসের আভাস পাই,
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,
মালার গন্ধ এল যারে জানি স্বপনে॥

ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই-যে-
তার চলার পথের কাছে ওই-যে।
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে
ওই নিখিল গগনে ॥

………………….
রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!