এসো ব্যথার ব্যথিত
ওগো তুমি আমার সাঁই,
তোমার মতো ব্যথার ব্যথি
ব্রহ্মাণ্ড কেহ নাই।।
দয়ার দরদী হয়ে
লুকাইলে কোন শহরে,
অধম রাহা পানে
চেয়ে বঞ্চিত সদাই।।
তুমি মুছরে দয়া করিলে
নূর তাজেলা দেখাইলে,
দেখা দিয়ে লুকাইলে
এই কি তোমার দয়া হয়।।
দীনবন্ধু জগৎ কর্তা
ভুল না এই অধমের কথা,
দরবেশ নিমাই চাঁদ মোর পরম পিতা
অধম করিম ভাবছে তাই।।
………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান