ভবঘুরেকথা
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব

স্বামী স্বরূপানন্দ : কবিতা/গান

ধ্যান কর অবিরত নিজ মহিমার,
ব্রহ্মময়ী মহাশক্তি জননী তোমার।
তোমার ইন্দ্রিয়চয়ে তার অনুভূতি
প্রস্ফুটিত করি, দিবে অখন্ডের জ্যোতি।।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

 

চতুর্দিক-গর্জ্জে যদি সহস্র সংশয়,
মধুময় নাম তব পরম অভয়।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

 

তাদেরি লাগিয়া পিয়াসী নয়ন।
যৌবন-ছবি করিছে চয়ন,
একবার শুধু দেখিলে যাদেরে
পাগল হইয়া যাই।।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

 

সবার শিকল ছিড়ঁবে যেদি-
আমার মুক্তি হোক না সেদিন,
সবাই যখন ব্যথায় অধীর-
চাই বেদনার ঘাত।।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

যত মত আর যত পথ হোক
যে আছে যেখানে পথচারী লোক,
সবাই আসিয়া শীতল হইবে
আমার স্নিগ্ধ ছায়।।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

 

প্রবুদ্ধ যৌবন-৩

যৌবনের অরুন – উদয়ে
ক্লান্তিহীন ইন্দ্রিয় তোমার
ক্ষণসুখ – ভোগ – নিমন্ত্রণে
তোমারে ডাকিছে বারংবার।

কহিতেছে ‘এমন সুদিন
ভবিষ্যতে পাইবে কি আর?
ফুলময়ী সারা তনু তব
চতুর্দ্দিকে শোভার বাহার?

প্রতি অণু – পরমাণু মাঝে
মধুময় সুখ – শিহরণ
ফুল – মালা গলে দোলাইয়া
তোমারে যে করিছে বরণ।’

তোমার অন্তর – মাঝে শোন
প্রাণের দেবতা ডাকি ‘কহে
“যৌবনের নব – জাগরন
ক্ষণিকের সুখ তরে নহে।

অনন্ত সুখের বার্ত্তা শুধু
শান্ত এই ইন্দ্রিয় – নিচয়
তাহাদের শান্ত ভাষা দিয়া
অসম্পূর্ণ ভঙ্গিমায় কয়।

যে সুখ এখনি করি ‘ ভোগ
আপনারে করিবে উজার,
প্রলোভন তার দমাইয়া
পাবে সুখ অনন্ত অপার।

সমগ্র জীবন জুড়ি’ সুখ
পাইবারে যদি তুমি চাও,
ক্ষণ – কাল বিলম্ভ না করি’
এখনি সংযম – ব্রত নাও”।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

 

তোমাকে যেদিন প্রচার করিতে হবে,
দেখিও সেদিন এ দীন সেবক
কত কি করিছে ভবে!

লঙ্ঘিছে কত হিমগিরিচয়,-
বিষম বিঘ্নে চির-নির্ভয়,
কত দিগদেশে তোমারি বিজয়
বিঘোষিছে ভৈরবে;
দেখিও সেদিন এ দীন সেবক
কত কি করিছে ভবে।।

কিন্তু প্রথম প্রার্থনা নাথ,
থাকিতে হইবে সদা মোর সাথ,-
প্রতি পরমানু মোর দেহমনে
তোমাতে ডুবিয়া রবে,
তবে ত’ তোমার এ দীন সেবক
কত কি করিছে ভবে।।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ
(মন্দির, গান নং-২৪)

 

আমি যে নুতন পৃথিবী সৃষ্টি করিতে চাহি
তাহার শিল্পী আমি একাই নহি,
আমার সঙ্গে সঙ্গে তোমরাও।।
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ

 

সাধন ভজন বিহীনে,
তুমি দয়া কর কিনা কে জানে?
দু’ নয়নে যার বহেনি ধারা,
কোলে তুলে তারে নিবি কি তারা
তোর লাগি কভু কাঁদিনি জননী-জীবনে।

মা বলিয়া তোরে ডাকি নি ব’লে
আপনার ছেলে দিবি কি ফেলে,
চরম-শরন করিবি না দান-চরণে?
-শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ
(স্ত্রীজাতিতে মাতৃভাব পৃষ্ঠা-৭০)

স্বামী স্বরূপানন্দ : উপদেশ  দুই>>

………………
আরও পড়ুন-
স্বামী স্বরূপানন্দের বাণী
স্বামী স্বরূপানন্দ : গুরু-শিষ্য 
স্বামী স্বরূপানন্দ : সরল ব্রহ্মচর্য্য
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ : চিঠিপত্র
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ : উপাসনা
স্বামী স্বরূপানন্দ : কবিতা/গান
স্বামী স্বরূপানন্দ : উপদেশ
স্বামী স্বরূপানন্দ : উপদেশ  দুই

শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : এক
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : দুই
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : তিন
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : চার
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : পাঁচ
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : ছয়
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : সাত
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : আট
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : নয়
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : দশ
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : এগারো
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : বারো
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : তেরো
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : চোদ্দ
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : পনেরো
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : ষোল
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : সতেরো
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : আঠারো
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী : উনিশ

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!