ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

কাছের মানুষ ডাকছো কেন শোর করে।
আছিস তুই যেখানে সেও সেখানে
খুঁজে বেড়াও কারে।।

বিজলী চটকের ন্যায়
থেকে থেকে ঝলক দেয়
রঙমহল ঘরে;
অহর্নির্শি পাশাপাশি
থেকেও দিশে হয় নারে।।

হাতের কাছে যারে পাও
ঢাকা-দিল্লি খুঁজতে যাও
কোন অনুসারে;
এমন কি বুদ্ধিনাশা
হলি মন তুই এ সংসারে।।

ঘরের মাছে ঘরখানা
চেয়ে দেখো না এই খানা
কে বিরাজ করে;
সিরাজ সাঁই কয় অবোধ লালন
তুই যেরূপ সেও সেরূপরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!