কালার কথা কেন বলো আমায়
ও যার নাম শুনিলে আগুন জ্বলে,
কাপে অঙ্গ পুরড় যায়
কালার কথা কেন বলো আমায়।।
যে কৃষ্ণ রাধার অলি
তারে ভোলায় চন্দ্রাবলী,
একথা আর কারে বলি
লাজে আমার জীবন যায়।।
সতেক হাড়ির ব্যাঞ্জন চাকা
রাই বলে ধির তারে দেখা,
লালন বলে ওহে বাঁকা
সোজা হবে মানের দায়।।
কালার কথা কেন বলো আমায়
ও যার নাম শুনিলে আগুন জলে,
কাপে অঙ্গ পুড়ে যায়
কালার কথা কেন বলো আমায়।।