ভবঘুরেকথা

কালার প্রেমের শেল বসিল সই
আমার হিয়ার মাঝারে,
তার রূপ দেখিয়া পাগল হলাম
কেমনে থাকবে ঘরে।।

সকালে জল ভরতে গেলাম
তার রূপের আলো দেখে এলাম
মন রইল সেই খানে;
আমার কাঁখের কলসি কাঁধে রইল
বুক ভাসে দুই আঁখি নীরে।।

না দেখিয়া ছিলাম ভাল
আবার এসে দেখা দিল
কি মনে করিয়ে;
আমার বিষে অঙ্গ জ্বর জ্বর
সর্ব অঙ্গ নিল কেড়ে।।

যে দিকে দুই ফিরই আঁখি
কাল রূপ সদায় দেখি
অন্তর বাহিরে;
এই বার এনে দেখাও তারে
নইলে প্রাণে যাইগো মরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!