ভবঘুরেকথা

সরলা গো, কি করিতে কি করিলাম।
লাভের আশায় মূল হারাইয়া
ধনের কাঙ্গাল সাজিলাম।।

ছেলেবেলা ছিলাম ভালো
মনেতে আনন্দ ছিল
যৌবন আলো তারপরে পাইলাম;
তোমারে আপন জানিয়া
সঙ্গিনী করে নিলাম।।

বুঝ মানে না পাগল মনে
ঘুরলাম কতো বনে-বনে
কুল-মানে জলাঞ্জলি দিলাম;
সরল মনে দিয়া ব্যথা
তোমারেও কাঁদাইলাম।।

বাসনা-কামনা নিয়া
রিপুর বর্শে বর্শি হইয়া
এখন ভাবি কি করিলাম;
বাউল আব্দুল করিম বলে
কই যাব কেন আইলাম?

………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!