ভবঘুরেকথা
সাত্তার ফকির

কি কর হে সখাসখী নিকুঞ্জ বনে
বলতে পার তোমরা কোথা ছিলে দু-জনে।।

নিত্য অনিত্য লিলা হয়
যুগে যুগে যুগল উদয়ে,
যেমন রাম-সীতা, বনবাসে রয়
প্রেম বিনোদনে।।

আর কি হবে মিলন সখি
কখন জীবন হয় গো ফাঁকি,
অনিত্য দেহ কেমনে রাখি
এ প্রাণ ভুবনে।।

তোদের মনে হয় না কিছু
পরশের কারণ হয়েছে নিচু,
ফকির সাত্তার বলে
নিত্য রাশ যেখানে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!