ভবঘুরেকথা
মতুয়া সংগীত

কৃপাসিন্ধু দীনবন্ধু

কৃপাসিন্ধু দীনবন্ধু হরি দয়াময়।
অনন্ত না পেয়ে অন্ত রে নাম রা’খলেন অনন্তময়।।

রসবতী শ্রীমতি রমন, প্রেম রসেতে তনু মাখা বাঁকা দু-নয়ন।
মুখে মৃদু হাসি, করে বাশি রে, মোহন চুড়া হেলছে বায়।।

ভক্ত চকোর মনোমোহন, ভক্ত বাঞ্চা কল্পতরু চারু-চন্দ্রানন,
বনমালা গলে দোলে দে‘খলে তাপিত প্রাণ জুরায়।।

ব্রহ্মার বাঞ্চিত সেই ধন, কলির শেষে বঙ্গদেশে ক‘রলেন বিতরণ।
পাষন্ড করিলেন দলন, জগত ভাসাও প্রেম বন্যায়।।

কলি জীবের বড় সৌভাগ্য, কলি যুগে প্রচারিল হরিনামযঞ্জ,
তারা তুচ্ছ করি চতুবর্গ প্রেম রসেতে মেতে যায়।।

গুরুচাঁদ সেই প্রেমের ভান্ডারী, গোঁসাই মহানন্দ তারকচন্দ্র বিতরণ কারী,
এবার দিচ্ছে জীবের করে ধরি, অশ্বিনী পেল না তার।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!