ভবঘুরেকথা
যাদুবিন্দু

কেমন করে পাবরে সাই তোমার চরণ
কোন সাধনে পাব-রে সাই তোমার চরণ।।

তুমি দেখা দিয়ে হওনা মিলন, সদা জ্বলে বিচ্ছেদ অনল
হল প্রেম পূণ্যময়, আমার এ জীবন।।

আমি যদি যেতাম মরে, অধর দিত অধর ধরে
আমায় মরতে দেয় না দুরাচার মন।।

কোরবান বলে সামান্য মন, তাইতে পাই না ঐ শ্রীচরণ
গেল বিফলেতে আমার এ জীবন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!