ভবঘুরেকথা
বিজয় সরকার

বড়ো ভুল করেছো পথিক বড়ো ভুল করোছো পথিক,
আগে পথের সন্ধান না করিয়ে
ছুটে চলেছো দিক বিদিক।।

কোথা হতে কোথা যাবে
যার কাছে তার সন্ধান পাবে-
তার কাছে মাথা নোয়াবে শ্রদ্ধায় আন্তরিক
তোমার পথের সন্ধান সেই জানাবে
ঠিকানা মিলায়ে সঠিক।।

পথ দেখায়ে দেয় সৎ গুরু
ভক্ত বাঞ্ছা কল্পতরু-
হৃদয় তোমার শুকনা মরু আজন্ম কালপতিত
তার কৃপা বারি বর্ষণ হলে
মরুতে ফলফলিবে অধিক।।

ইন্দ্রিয় যার বিচলিত
চন্দ্র তার কেন্দ্র চ্যুত
রিপুগণ দেয় অবিরত যন্ত্রণা সাংঘাতিক-
হোক সে যতো বড়ো কর্তা
তার শক্তি সত্যি পাশবিক।।

ইহকাল পরকাল মানি
যে জন হয় ধনি মানি-
মানুষ থাক্ দেবের সম্মানী শক্তি তার অলৌকিক
পাগল বিজয় কয়, মোর এ জীবনে
সাধনা শুধু বাচনিক।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!