ভবঘুরেকথা

বেহেস্ত ধনীর জন্যে রয়
গরীবের নাই অধিকার,
স্বচোক্ষে দেখিলাম যাহা
গরীব হলে দোজখ তার।।

গরীবের নাই পাকাবাড়ি
চেয়ার-টেবিল-টোল-আলমারি,
গরীবের নাই পালঙ-পিঁড়ি
ভাঙ্গা ঘর, ভাঙ্গা যে দ্বার।।

সাহেব-বাবু গরীবেরা নয়
কুলি-মজুর গরীবেরা হয়,
দুঃখ-কষ্ট গরীবে সয়
করে না জুলুম-অত্যাচার।।

ধনীদের আমিরানা বলেন,
“গরীব ভালো না,
হারাম-হালাল বোঝে না
ধার ধারে না নামাজ-রোজার!”

গরীব হয় খোদার দুশমন
না হলে কি এই জ্বালাতন?
আব্দুল করিম বলে রে মন
টাকা ভবে হয় মূলাধার।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!