ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল গড়খেমটা)
গুরুচাঁদ পাঠাইওনা যমের কাছারি।
আমায় কৃপা ডোরে বন্দী করে, রেখ তোমার প্রেম হুজুরী।।
হয়েছি অপরাধী, শ্রীপদে রাখ বাঁধি;
না হয় পাঠাও ওড়াকান্দি, শান্তিমায়ের পুরী।
আমায় খাটনি দাওহে মনের মতো, হব গুরুচাঁদের অনুগত;
করব ঐ চরণ ধৌত, দাও আমারে এই কামজারী।।
হয়েছি ফেরারী, হস্তে দাও কৃপা ডুরি;
পদে দাও দয়া বেড়ী, রাখ বন্দী করি।
আমায় যদি দাওহে দ্বীপান্তর, পাঠাও মায়া সিন্ধু পারে,
পুনঃ না আসি ফিরে , প্রেম দ্বীপে দাও চালান করি।।
চরণে হলেম দোষী, গলায় দাও দয়া রসি;
অনুরাগের চাপরাশি,তশীল করুক ভারী।
আমায় জুড়ে ভক্তি ঘানির গাছে, যেন কৃপা বেত্র মারে পিছে;
যাতে অপরাধ ঘুচে, শমন রাজার কি ধার ধারি।।
শ্রী গুরুর প্রেমের জেলা, তথায় নাই ত্রিতাপ জ্বালা;
যতসব হরিবলা করে চৌকিদারি।
আমায় শাসন কর’রে আইন মতে, রাখবে সদা সুক্ষ পথে;
ছোঁবেনা রবির সূতে, প্রেমানন্দে বলবো হরি।।
ডেকে কয় তারক চন্দ্র, অশ্বিনী নাই তোর সন্দ;
সহায় তোর মহানন্দ কৃতান্ত ভয়বারী।
এবার হ’গে গুরুর দাসানুদাস, তুই এ মামলাতে পাবি খালাস;
পূরবে মনের অভিলাষ, করিস না আর জুয়াচুরি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!