গুরু নানকের বাণী: দুই
২৬. যুক্তি দিয়ে ঈশ্বরকে ব্যাখ্যা করা যায় না, সারা জীবন ধরে চেষ্টা করলেও কেউ তা পেরে উঠবে না। ২৭. সমগ্র…
শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের মুখনিঃসৃত বাণী কেবল শিখ ধর্মালম্বীদের মধ্যেই নয় সকলের জন্যই অত্যন্ত গুরুত্ববহ। তিনি যে সমতা, ভ্রাতৃত্ব ও সদাচরণের ওপর নির্ভর করে অনন্য ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রচলন করছেন। সেই মহতের বাণীকে একত্রিত করে পাঠকের কাছে সহজে উপস্থাপনের জন্যই এই বিভাগ। এটি একটি চলমান প্রকৃয়া-