ভবঘুরেকথা
মতুয়া সংগীত

ভজ কৃষ্ণদাস, বৈষ্ণবদাস, গৌরীদাস স্বরূপচন্দ্র।।
(জয় জয় বন্দ ও আমার মন)
ভজ বিশ্বনাথ, ব্রজনাথ, আরো নাটুচন্দ্র।
ভজ মনোসাধে গুরুচাঁদে হয়ে শুদ্ধশান্ত।।
ভজ শশীভূষণ, শ্রীসুধন্য, উপেন্দ্র, সুরেন্দ্র।
ভজ গোলকচাঁদ, বদনচাঁদ, দয়াল মহানন্দ।।
ভজ হীরামন, শ্রীলোচন, ক্ষেপা-রামচন্দ্র।
ভজ দশরথ, রাম ভরত মতুয়া গোবিন্দ।।
ভজ স্বরূপরায়, মৃত্যুঞ্জয়, গোঁসাই তারকচন্দ্র।
ভজ হরিপাল, রসিকলাল, আর মঙ্গলচন্দ্র।
ভজ উমাচরণ, সূর্যনারায়ণ, কীর্ত্তনীয়া গোলকচন্দ্র।
ভজ দয়ারাম, ফেলারাম, আরো কুশইচন্দ্র।।
ভজ চির কুমার, ডক্টর শ্রীভগবতীচন্দ্র।
ভজরে প্রেমানন্দে প্রাণের ঠাকুর শ্রীপতিচন্দ্র।
ভজ রামধন, রামতনু, চূড়ামণি, বুদ্ধিমন্ত।
ভজ রামকুমার, অক্ষয় ঠাকুর, বসু নবীনচন্দ্র।।
ভজ রামসুন্দর কোটীশ্বর, বালা ঈশ্বরচন্দ্র।
ভজ রামচাঁদ, নেহালচাঁদ, সাধু মহেশচন্দ্র।।
ভজ রাইচরণ, রামমোহন আরো গোলকচন্দ্র।
ভজ লালচাঁদ, জয়চাঁদ, আরো গোলকচন্দ্র।।
ভজ তপস্বীরাম, ভজরাম, আরো আড়ঙ্গচন্দ্র।।
ভজ কমলদার মূলিরাম, করুণা আনন্দ।
ভজ করজোড়ে বিনয় করে হরিচাঁদের ভক্তবৃন্দ।
যেই যেই দেশে আছে হরিচাঁদের ভক্তবৃন্দ।
হয়েছে হবেন যত, হরিচাঁদের ভক্তবৃন্দ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!