চাইর চিজে পিঞ্জিরা বানাই।
মোরে কইলায় বন্ধু রে বন্ধু নিরধনিয়ার ধন
কেমনে পাইমু রে কালা তোর দরশন।।
সমদ্রে জল উঠে বাতাসের জোরে
আবর হইয়া ঘুরে পবনের ভরে,
জমিনে পড়িয়া শেষে সমুদ্রেতে যায়
জাতেতে মিশিয়া জাত তরঙ্গ খেলায়।।
তুমি আমি আমি তুমি জানিয়াছি মনে
বিচিতে জন্মিয়া গাছ বিচি ধরে কেনে,
এক হইতে দুই হইল প্রেমেরই কারণ
সে অবধি আশিকের দিল করে উচাটন।।
পরিন্দা জানোয়ার যদি কোন এক কলে
জাতি ছাড়া বন্ধ হয় শিকারিয়ার জালে,
কিরূপে জিন্দেগি কাটে বন্ধ খানায় তার
মাশুক হইয়া কর আশিকের বিচার।।
আশক মাশুক যদি থাকে দুই স্থানে
টেলী দিয়া খুসীর মঙ্গল যদি জানে,
বিনা দরশনে কিলা বাঁচিব জীবন
শুন প্রভু প্রাণ প্রিয়া মোর নিবেদন।।
পাগল আরকুমে কয় মাশুক বানিয়া
দুহাত পাতাইয়া থইছে উলুরে গাথিয়া,
আহার করিতে যদি না যাইত মন
না লাগিত প্রেম লাঠা না হইত মরণ।।