ভবঘুরেকথা

চাতক বাঁচে কেমনে

চাতক বাঁচে কেমনে।
মেঘের বরিষন বিনে।।

কোথা হে নব জলাধর
চাতকিনী মলো এবার,
ঐ নামে কলংক তোমার
বুঝি রাখলে ভূবনে।।

চাতক মলে যাবে জানা
ঐ নামের গৌরব রবে না,
জল দিয়ে করো সান্ত্বনা
দাসে রেখো চরণে।।

তুমি দাতার শিরোমনি
আমি চাতক অভাগিনী,
তোমা বিনে আর না জানি
কহে অবোধ লালনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!