কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি,
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু।।
পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী,
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু।।
কারে কী বলিব আমি
নিজেই অপরাধী,
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু।।
পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি,
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু।।
………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান