ভবঘুরেকথা
মহর্ষি মনোমোহন দত্ত দয়াময়

(রাগিণী গৌর সারঙ্গ – তাল ধামাল)

জয় সত্যং শিব সুন্দর, রূপ মনোহর,
বিশ্বজন বন্দন, দয়াময় বিশ্বেশর,

অরূপ রূপ জাতি,
শুভ্র জ্যোতি,

নাশি তম: রাশি, ঘোর নিবিড় আঁধার।
প্রকাশিল পূর্ণ কান্তি, কোটী শশী দিবাকর।

যত মানুষ মানুষী,
হয়ে খুসি,

চির বিকশিত, প্রফুল্ল কুসুম রসে-
হরষে মজিল, ঘুচিল মরণ দুর্ণিবার।।

[সর্ব্ব ধর্ম্ম সঙ্গীত]

……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!