ভবঘুরেকথা

নজরুল ইসলামের বাণী: এক

১.
ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। -কাজী নজরুল ইসলাম

২.
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,
তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। -কাজী নজরুল ইসলাম

৩.
নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না। -কাজী নজরুল ইসলাম

৪.
সত্যের জয় হবেই হবে, আজ নয় কাল মিলবেই ফল। -কাজী নজরুল ইসলাম

৫.
আর কেউ হবে না আপন যখন সব হারিয়ে চলতে হবে। -কাজী নজরুল ইসলাম

৬.
পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক। -কাজী নজরুল ইসলাম

৭.
পথটি আমার নির্জন, আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন। -কাজী নজরুল ইসলাম

৮.
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে মহীয়ান। -কাজী নজরুল ইসলাম

৯.
মুর্খরা সব শোন মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও। -কাজী নজরুল ইসলাম

১০.
শোন মর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব। -কাজী নজরুল ইসলাম

১১.
যে নিজের ধর্ম বুঝে সে কখনও অন্যের ধর্মের অবমাননা করেন না। -কাজী নজরুল ইসলাম

১২.
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই। -কাজী নজরুল ইসলাম

১৩.
সত্য যদি হয় ধ্রুব তোর, কর্মে যদি না রয় ছল, ধর্ম দুগ্ধে না রয় জল। -কাজী নজরুল ইসলাম

১৪.
ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জরতার। -কাজী নজরুল ইসলাম

১৫.
যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই! -কাজী নজরুল ইসলাম

১৬.
হেথা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি! -কাজী নজরুল ইসলাম

১৭.
আমার যাবার সময় হল দাও বিদায়, মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়। -কাজী নজরুল ইসলাম

১৮.
ভালোবাসা যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না। -কাজী নজরুল ইসলাম

১৯.
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। -কাজী নজরুল ইসলাম

২০.
ব্যর্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া। -কাজী নজরুল ইসলাম

২১.
অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্ব নির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম। -কাজী নজরুল ইসলাম

২২.
বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই। -কাজী নজরুল ইসলাম

২৩.
অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়! -কাজী নজরুল ইসলাম

২৪.
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। -কাজী নজরুল ইসলাম

২৫.
সত্যকে অস্বীকার করিয়া ভণ্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না। -কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের বাণী: দুই>>

……………….
আরো পড়ুন:
কাজী নজরুল ইসলামের বাণী: এক

কাজী নজরুল ইসলামের বাণী: দুই

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

………………….
আরও পড়ুন-
সাধক কবি কিরণচাঁদ দরবেশ
মরমী সাধক মহেন্দ্রনাথ গোস্বামী
কাওয়ালির জনক আমির খসরু
মহান সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায়
সাধক কমলাকান্ত
বাঙালির প্রাণনাথ বেতারের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
ওস্তাদ বিসমিল্লাহ্ খাঁ
ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৭তম মহাপ্রয়াণ দিবস
মীর্জা গালিব
ফকির আব্দুল খালেক
অচেনা যোগী কাজী নজরুল
সাধক কবি রামপ্রসাদ সেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!