লালন কার? : দ্বিতীয় কিস্তি
লালন কার? : দ্বিতীয় কিস্তি -মূর্শেদূল মেরাজ তবে সকল কিছুর পরও ভক্তকুলই গুরুবাদী মতাদর্শের প্রাণ। তাদের চিন্তা-চেতনা-জীবনধারা দেখেই সাধারণ মানুষ…
ফকির লালন প্রসঙ্গে: ফকির লালন সাঁইজি বাঙালির অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণ পুরুষ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান, আমির-ফকির ও আশরাফ-আতরাফ নামক সাম্প্রদায় ও জাতি-বর্ণের বিভাজনমুক্ত একটি অনুপম মানব সমাজের কথা লালনের মতো হৃদয় নিংড়ানো ভাষায় আর কে বলেছেন-