অধ্যাত্মবাদের উৎস
-দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় অধ্যাত্মবাদী দর্শনের উৎস কেন শুধুমাত্র শাসক-শ্রেণীর মানুষের চেতনায়? -এ-প্রশ্ন পরে তোলা যাবে। আপাতত তার চেয়েও জরুরী প্রশ্ন হলো,…
আর নিজ দেহ নিয়েই ভাববাদী-আধ্যাত্মবাদীর সাধন-ভজন। তারই ভিত্তিতে তারা জগৎকে খুঁজে ফেরেন দেহের অভ্যন্তরে। সমস্ত কিছুর ব্যাখ্যাও তাই দেহে ভিত্তিতেই অনুধাবন করার প্রকৃয়া চালিয়ে যান। যেহেতু ভাববাদ-আধ্যাত্মবাদে নিজেকেই নিজের সন্ধান করতে হয়; তাই এর করণ-কারণ ও ব্যাখ্যা সবই গুপ্ত রাখা হয়। আর সেই সব আলাপচারিতা নিয়েই এই আয়োজন-