ভবঘুরেকথা

(তাল – ঠুংরী)
পথ ছাড়রে ছজন বাদী।
আমি দেখতে যাই হরি গুণনিধি।।
পথে দিয়ে বিষয় কাঁটা বসে আছে ছয় বেটা;
একেত সংসারের লেটা, ঐ দুঃখেতে বসে কাঁদি।।
হরি দরশনে যাব, যাস যদি আয় সঙ্গে নিব;
প্রেমানন্দে সুখে রব, দেখব ঐ রূপ নিরবধি।।
তুইত আমার মিত্র ছিলি, তবে কেন শত্রু হলি;
করিস না আর জোরামালী, ভাল এবার চাওরে যদি।।
হরি প্রেমের প্রেমিক হব, প্রেম সুধা লুটে খাব;
যম বেটাকে ফাঁকি দিব, সে সুখের আর নাই অবধি।।
মহানন্দের দয়া হলে, দীনবন্ধু হরি মিলে;
অশ্বিনী তোর এই কপালে, ঘটবে কি অনাদির আদি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!