পানসি দৌঁড়াইয়া যাইতাম প্রেম মাশুকের বাড়ি রে।
হায় রে, আমার প্রেম প্রাণের বৈরি রে-
বন্ধু রে, কাটারি খাইয়া আজ মরি।।
প্রেমানলে দেহা জ্বলে কইমু কার কাছে
লাগছে বুকে প্রেমের বরি খসাইলেনা খসে রে।।
বন্ধে করে বন্ধের খেলা আমি নাই সে জানি
হৃদয় মাঝে থাকি আমি বন্ধের নামটা শুনি রে।।
দরশন দিয়া দান বন্ধে চায়
সুবাতাসের পাল উড়াইমু আমার পানসি নায় রে।।
পাগল আরকুমে কয় নাও ভাসাইয়াছি জলে
পুরিব মনের আশা বন্ধের ঘাটে গেলে রে।।