ভবঘুরেকথা

পিনাকেতে লাগে টঙ্কার-
বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শঙ্কার ॥

আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি,
বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয়ডঙ্কার ॥

স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপরিষদ বন্দী-
তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝঙ্কার।
দানবদন্ত তর্জি রুদ্র উঠিল গর্জি-
লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহঙ্কার ॥

…………………….
রাগ: মেঘমল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!