ভবঘুরেকথা

পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো,
এসো মনোরঞ্জন॥

আলোকে আঁধার হউক চূর্ণ,
অমৃতে মৃত্যু করো পূর্ণ-
করো গভীরদারিদ্র৻ভঞ্জন ॥

সকল সংসার দাঁড়াবে সরিয়া
তুমি হৃদয়ে আসিছ দেখি-
জ্যোতির্ময় তোমার প্রকাশে
শশী তপন পায় লাজ,
সকলের তুমি গর্বগঞ্জন ॥

……………………….
রাগ: ইমনকল্যাণ
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!