ভবঘুরেকথা

বারে বারে পেয়েছি যে তারে
চেনায় চেনায় অচেনারে ॥

যারে দেখা গেল তারি মাঝে
না-দেখারই কোন্‌ বাঁশি বাজে,
যে আছে বুকের কাছে কাছে
চলেছি তাহারি অভিসারে ॥

অপরূপ সে যে রূপে রূপে
কী খেলা খেলিছে চুপে চুপে।

কানে কানে কথা উঠে পূরে
কোন্‌ সুদূরের সুরে সুরে
চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে
কোন্‌ অজানারই পথপারে ॥

………………..
রাগ: বাউল
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!