ভবঘুরেকথা
মহর্ষি মনোমোহন দত্ত দয়াময়

(রাগিণী সিন্ধু-তাল যৎ)

বাহ্যভাবে শয্যা করে মনে করছ পারে যেতে।
হরি অন্তর্য্যামী না হইলে, পারতে বোধ হয় কোন মতে।।

মালা তিলক বেশ ভুষণা, খাটবে না তোর এ নিশানা,
চোর কি সাধু যাবে জানা, পারবি না কাণা ঠকাতে।।

কথায় কথায় মুন্সীগিরি, মানষে কয় মহৎ ভারী,
খাটবে না তোর এ চাতুরী, পারেন হরি সব জানিতে।।

আছে টেলিগ্রাফের তার, খবর রাখনিরে তার,
মফ:স্বলের সব সমাচার, নিমিষে যার সদরেতে।।

ঠকাতে পুলিশ বেটা, করেছ কতই ঘটা,
দেখতে পাই কৌপীন আটা, দীর্ঘ ফোঁটা কপালেতে।।

ভবে কয় মনোমোহন, বৃথা এ সব বিড়ম্বন,
ভাবগ্রাহী হলে হরি, ছাড়বে না তায় রবির সুতে।।

……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!