ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল – ঠুংরি)
নারিকেল বাড়ির গোলোক পাগলরে, ও যার মহিমা অপার।
গিয়া গঙ্গাচন্নায়, প্রেমের বন্যায় করলেন গঙ্গা অবতার।।
সাধু রাইচরণের বাড়ি, কদলী গাছ রোপণ করিরে, ঘটে দিয়ে আম্রস্বর;
লয়ে পুরুষ নারী বলে হরি, করলেন মহারাস বিহার।।
গঙ্গাচন্নার দক্ষিন ভাগে, মধুমতীর মরা রোগে রে করলেন লীলা চমৎকার;
লয়ে ভক্তগণ, গঙ্গাস্নানে, গঙ্গাকে করলেন সাকার।।
মদনমোহন রামমোহন কার্ত্তিক, গোঁসাইর পদে অতি আর্তিরে, অক্রুর শম্ভু রামকুমার;
তারা হনুমান মুরতি হেরে পাথারে খেলায় সাঁতার।।
মারুতি মুরতি হয়ে, সুরধনি মাথায় লয়ে রে, যেন সাক্ষাৎ গঙ্গাধর;
গঙ্গা লয়ে শিরে, নৃত্য করে ম বেলে ঘাট হয় আবিষ্কার।।
রুহিদাসের চর্ম্মকাঠয়, ডাকলে গঙ্গা হলেন উদয় রে, আছে শাস্ত্রে তাই প্রচার;
বলে তারকচন্দ্র ছাড় সন্দ অশ্বিনী হও নির্বিকার।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!