ভবঘুরেকথা

(তাল – কাওয়ালী)
মান অপমান যাহার সমান, তার মত আর মানী কে;
শুভ অশুভ সমজ্ঞান, তার তুল্য নাই ত্রিলোকে।।
তৃণ হতে সুনীচেন, তার কাছে নাই অভিমান;
প্রাপ্ত হয়ে তত্ত্বজ্ঞান, ভাসে প্রেম পুলকে।।
তরুরেব সহিষ্ণুতা, অমানীণ মান দাতা;
সদায় বলে হরিকথা, অন্য বলি নাই মুখে।।
সুখে দুঃখে সদায় খুশী, ভুক্তি মুক্তি হয় তার দাসী;
ধর্ম পূণ্য দিবানিশি স্থান দিতে চায় মস্তকে।।
তাতে না হয় বশীভুত, মহা ভাবেতে উম্মত্ত;
জীবকে দিতে গুরুতত্ব, ভ্রমণ করে ভুলোকে।।
নিজের হেতু নাইক মোটে, জীবের জন্য ভবের হাটে;
হয়ে জীবের পারের মুটে, জীবকে পাঠায় গোলোকে।।
মহানন্দ হয়ে দৈন্য, কেঁদে ফিরে জীবের জন্য;
অশ্বিনী তুই ভক্তি শূন্য, মত্ত হলি ঐহিকে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!