ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে।
সে চাঁদ দেখলে অমনি ত্রিজগৎ ভোলে।।

শম্ভু-রসের উপাসনা
না জানিলে রসিক হয় না,
গজমোতি গোরোচনা
নানা শস্য যাতে ফলে।।

মন-মোহিনীর মনহরা
যে রসে পড়েছে ধরা,
জানতে পারে রসিক যারা
অহিমুণ্ড উভয় ধীর হলে।।

নিগূঢ় প্রেম রস-রতির কথা
জেনে মুড়াও মনের মাথা,
কেন লালন ঘুরছো বৃথা
শুদ্ধ সহজ রাগের পথ ভুলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!