ভবঘুরেকথা
দুদ্দু শাহ্

যা’তে দিন দুনিয়া তরক হয়
ছাদেকী আশক তারে কয়।।

দিন দুনিয়া দোন তলব হ্যায়, নারী ব্যবহার লিখে দুই জায়গায়,
নফস আম্মারার, উভয় তাবেদার, ফাছেকী আশোক তাহারে কয়।।

ছাদেকী আশোক তলয়ারে, নফস আম্মারে কতক করে
মবদুনা মরদ, আশোক হয় সাবুদ, খোদার তলবে মশগুল রয়।।

মাশুক রূপে আশোক সহিত রয়
যারে বেখুদী পেয়ালা বলা যায়
আশোক নেস্ত হয় মাশুক গমে রয়, ফানা বাকার দাড়া সেই পায়।।

লা মজহাবী আশেক দেওয়ানা, দরবেশ লালন কয় একের বেনা
দুদ্দু জানলিনা, আমল করলিনা, ডুবে রইলি লোভে দুনিয়ার।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!