শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়।
সেই যে আকার কি হল তার
কে করে নির্ণয়।।
আব্দুল্লার ঘরেতে বল
সেই নবীর জন্ম হল,
মূল দেহ তার কোথায় ছিল
কারে বা শুধায়।।
কিরূপে সেই নবীর জান
বাবার বীজে যুক্ত হন,
আবহায়াত নামটি লিখন
হাওয়া নাই সেথায়।।
একজানে দু’কায়া ধরে
কেউ পাপ কেউ পুণ্যি করে,
কি হবে তার রোজ হাসরে
নিকাশের বেলায়।।
নবীর ভেদ পেলে এক ক্রান্তি
ঘুঁচে যেত মনের হাসরে,
দৃষ্টি হত আলেক প্রাপ্তি
লালন ফকির কয়।।