ভবঘুরেকথা

সজনি আমি পাই না। ধৈর্য ধরিতে–
শ্যাম পিরিতে করিয়াছে। উদাসিনী।
হয়রে বন —পোড়া হরিণীর মতন
জ্বালায়ে জ্বলিয়া মরি।।
সখী, তোরা কইরে গো মন্ত্রণা
শ্যাম-বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না, সহে না।
সাধ কইরে মনপ্ৰাণ সঁপিলাম–
হইয়াছিলাম কলঙ্কিনী।
ভাইবে রাধারমণ বলে,
প্ৰেম কথাটি রইল গোপনে জগতে
ওয়রে, মরণ জীওন সমান–
কৃষ্ণ প্রেমের কাঙালিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!