ভবঘুরেকথা

সজনী—সই গো,
আমি রইলাম কার আশায় :
চুয়া-চন্দন–ফুলের মালা–
আমি থাইছি কটরায়।।
সজনী—সই গো।।
গাঁথিয়া বনফুলের মালা
আমি দিতাম কার গলায় :
একেলা মন্দিরে ঝুরি–
না আইল শ্যামরায়।
সজনী—সই গো।।
নিশি অলন শেষকালে বন্ধু
ডাকছে কোকিলায় :
দারুণ কোকিলার সুরে–
আমার বন্ধে আমায় ছাড়িয়া যায়
সজনী–সেই গো।।
ভাইবে রাধারমণ বলে,
আমি ঠেকিয়াছি প্রেমদায় :
দারুণ আঙ্খির জলে–
আমার ঝিল-মিল করিয়া যায়
সজনী–সই গো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!