ভবঘুরেকথা
বিজয় সরকার

সুখদু:খ মনের ভাবধারা তাছাড়া কি আছে ধরায়।
ভবে কে সুখি আর কে বা দু:খী বিচারে বুঝে ওঠা দায়।।

কেহ থাকে ত্রিতালাতে
দু:খ পায় ত্রিতাপ জ্বালাতে
কেউ থাকে বৃক্ষের তলাতে
দু:খের বাতাস লাগে না গায়;
ও সে লাভ লোকসানের হিসাব ভুলে
স্বভাবে সব অভাব ঘুঁচায়।।

কেহ সুখি তৃণশয্যায়
কেউ দেখে তাই মরে লজ্জায়
সুখে কেউ নিজেকে সাজায়
সত্তরপটি ছেড়া জামায়;
তবু বিশ্ব তাকে সালাম জানায়
ফেরাউন কারুনকে কে চায়।।

রেখে গেছে পাকা দলির
নবীজি ইব্রাহিম খলিল
পুত্র তার প্রিয় ইসমাইল
কোরবানি দেয় খোদর দরগায়;
আর ধন্য ধন্য দাতাকর্ণ
দু:খ নাই যার পুত্রের মায়ায়।।

ক্ষমার মূর্তি যীশুখৃষ্ট
বরণ করিলো ক্রুশ কাষ্ঠ
এই মরণে নাই তার কষ্ট
সুখের হাসি মুখের আভায়;
সে য দুষ্টগণের মুক্তির তরে
ঈশ্বরের কাছে ক্ষমা চায়।।

গৌরাঙ্গ করিয়া চিন্তা
অঙ্গে বেঁধে ছেড়া কন্থা
দেখালো সাধনার পন্থা
সেদিনে এসে নদীয়ায়;
নিতাই-মাধার কাঁধার আঘাত-
খেয়ে সুখেতে বুকে জড়ায়।।

পাগল বিজয় বলে, অকপটে
সুখ চাহিতে দু:খ ঘটে
কি চাইবো তোমার নিকটে
বুঝিয়াতো পাই না উপায়;
যাতে মন থাকে তোমার নিকটে
তাহাই তুমি দিয়ো আমায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!